নওগাঁ জেলা প্রতিনিধি: সিআইডির অর্গানাইজড ক্রাইম প্রধান ডিআইজি ইমতিয়াজ আহমেদ পিপিএম বলেছেন, যারা মাদক ব্যবসায়ী তাদেরকে ভিখারী করতে যা করার দরকার আমরা করবো। এটি মাদক ব্যবসায়ীদের জন্য অশনিসংকেত। দেশকে আমরা মাদকমুক্ত করবো। এজন্য আমরা এক হয়ে কাজ করবো। ভীরুর জীবন প্রত্যেক দিন মৃত্যু হয়। সাহসিরা একবার মরে। আজ শুক্রবার নওগাঁর বদলগাছী উপজেলা কমিউনিটি সেন্টারে মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বদলগাছী বাজার বনিক সমিতির সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানের আয়োজন করেন নওগাঁ জেলা মিডিয়া ফোরাম-ঢাকা।
তিনি আরো বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। সামাজিক ভাবেই তা নিরসন করতে হবে। নইলে সমাজটা গ্রাস করে ফেলবে। মাদক নিয়ে বাবা হিসেবে আমি বা আমরা শঙ্কিত। আমাদের অজান্তে সন্তান কখন যে মাদকের সংস্পর্শে চলে যাবে তা বলা সম্ভব না। সন্তানর কার সাথে মিশছে তা নিয়মিত তদারকি করতে হবে।
এসময় নওগাঁ মিডিয়া ফোরামের সভাপতি রবিউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো. আশরাফুল আলম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহির, বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ, সংগঠনের সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান ও সহযুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনসহ প্রমূখ।
এসময় উপজেলার সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে ‘আমরা করি অঙ্গীকার, মাদকমুক্ত নওগাঁর’ স্লোগানে একটি শোভাযাত্রা উপজেলার কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.