সান্তাহার (বগুড়া) : বগুড়ার সান্তাহারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির উদ্যোগে রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাদের নাম সংশোধনের দাবিতে স্বাধীনতা মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় সান্তাহার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনছান আলী, সান্তাহার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারি, ডিএম দুলাল, হারুন আর-রশিদ সোহেল, বকুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, জাহেদুল ইসলাম, সাইদুর রহমান প্রমূখ। পরে সান্তাহার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেত্ববৃন্দরা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামীলীগ মনোনীত সাবেক এমপি ও গভর্নর কছিম উদ্দিন আহম্মেদ, প্রয়াত আওয়ামী লীগ নেতা ফরেজ উদ্দিন আহম্মেদ, ডাক্তার মহসীন মল্লিক, জাহান আলী সরদার, তাহের উদ্দিন সরদার, মজিবর রহমান, নজিবর রহমান, হাবিবর রহমান লাইব্রেরিয়ান, শাহ্ কাওসার আলী, মো. আব্দুস শুকুরসহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নাম রাজাকারের তালিকা থেকে বাদ দেয়ার জন্য জোর দাবি জানান।
উল্লেখ্য: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয় কর্তৃক ওয়েব সাইডে প্রকাশিত রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের তালিকায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩০ জনের মধ্যে স্বাধীনতা বিরোধীদের সাথে আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের নাম দেখা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.