আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর
কাঁঠালতলী হতে ১০০গজ দুরে রাণীনগর রোডের রা¯Íা পার্শ্বে পাশাপাশি দুইটি
গুড়োচালনি মিল মেসার্স সাদ গুড়া চালনী মিল ও মেসার্স তাওসিন ট্রেডাস্, এই
দুটো মিল থাকায় চরম দূর্ভোগে পড়েছে হাজার হাজার পথচারীরা,
পরিবহনে
ও পোহাতে হয় যানযট, নেমে আশে জনজীবনে অতিষ্ট। এছাড়াও কখনও সকাল বেলা কখনও
দুপুর বেলা, কখনও সন্ধা ঘনিয়ে রা¯Íার উপর ট্র্র্রাক দাড়িয়ে লোড আনলোডের
কাজ চলে। আর চলাকালে রা¯Íা হয়ে যায় অবরুদ্ধ বিভিন্ন যানবাহনসহ যাত্রীদের
চরম দুর্ভোগে পড়তে হচ্ছে, গুড়ো চালনি মিল হতে উড়ে আসা গুড়ো চোঁখের কনে
পড়ছে আর চোখের যন্ত্রনায় চোখ নারতে নারতে কারো কারো সেড়ে যাচ্ছে, আবার কারো
কারো প্রচুর পরিমান পানির সাঁটা দিয়ে চোখকে সাভাবিক ফিরে আসতেছে, খেসারত
দিতে হচ্ছে নিত্যই দিন পথচারীসহ হেঁটে চলা শ্রমজীবী মানুষদের।
প্রয়োজনীয়
ব্যবস্থা নিতে এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এলাকাবাসী জানান,
জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে,
বিশেষ করে গরিব মানুষের চরম দুর্ভোগে পড়ছে, একই অবস্থা থাকলে নানা সমস্যায়
পড়তে হবে বলে জানান।
একটি মন্তব্য পোস্ট করুন