Add caption |
সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্রী ফোরাম উম্মে কুলসুম মেমোরিয়াল একাডেমী ও ইথেন এন্টারপ্রাইজ এই প্রতিযোগিতার আয়োজন করে। সুস্থ্য থাকার জন্য হাঁটা বা দৌঁড় খুবই প্রয়োজন এই গুরুত্বটিকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজনটি করা হয়েছে। শুক্রবার সকালে নওগাঁ শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে দৌঁড় প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী ইকবাল শাহরিয়ার রাসেলসহ অন্যান্যরা। দৌঁড় প্রতিযেগিতা শহরের এটিম মাঠ থেকে শুরু হয়ে সান্তাহার, শহর বাইপাস কাজীর মোড় হয়ে আবার এটিম মাঠে এসে শেষ হয়। দৌঁড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের পুরুষ ও নারীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের আগামী ৩০ ডিসেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন