নওগাঁয় ’প্রবেশন আইন ও প্রবেশন ব্যবস্থা’ শীর্ষক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় ’প্রবেশন আইন ও প্রবেশন ব্যবস্থা’ শীর্ষক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: সমাজসেবা অধিদপ্তর সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে, ইউ এন ডি পি বাংলাদেশের সহযোগিতায় “প্রবেশন আইন ও প্রবেশন ব্যবস্থা” শীর্ষক রাজশাহী বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে। এতে রাজশাহী বিভাগের ৮ জেলার সমাজসেবা কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা ছাড়াও সমাজসেবা অধিদপ্তর, রাজশাহী বিভাগের পরিচালক এ,কে,এম সরোয়ার জাহান, ইউ এন ডি পি’র নওগাঁ ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর মো. শরিফুল ইসলাম, নওগাঁ’র জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক, জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি সরদার সালাহ্উদ্দিন মিন্টু, পিপি অ্যাড. মো. অব্দুল খালেক, জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. নবির উদ্দীন, সাধারণ সম্পাদক মো. নাছিমুল হক বুলবুল, জেল সুপার মো. শাহ্ আলম চৌধুরী বক্তব্য রাখেন। কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইউ এন ডি পি বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর মেবল সিলভিয়া রাড্রিগস। বক্তাগন বলেন বর্তমানে দেশের ফৌজদারী বিচার ব্যবস্থায় প্রায় সর্বক্ষেত্রেই দন্ডিত অপরাধীদের সাজা ভোগের নিমিত্ত কারাগারে প্রেরণ করা হয়। এতে দেশের কারাগারসমুহে সাজাপ্রাপ্ত অপরাধী সংখ্যা ক্রমশ: বৃদ্ধি পাওয়াসহ দেশের একটি প্রচলিত আইনের বিধানকে সরাসরি অবজ্ঞা করা হচ্ছে। ফলে কারাগারের পরিবেশসহ সমাজে এক নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget