আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ সুমন প্রামানিক (২৭) নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত সুমন উপজেলার জাতআমরুল গ্রামের ছামনুল প্রামানিকের ছেলে। সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাইদার ও এএসআই মনিরুল সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাতে উপজেলার আহসানগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ৫পিচ ইয়াবাসহ সুমন প্রামানিককে আটক করা হয়। তিনি আরো বলেন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন