নাজমুল হক নাহিদ, আত্রাই ঃ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, প্রকৃত কৃষক যেন ধান গোডাউনে দিতে পারে সে লক্ষে উপজেলা খাদ্য বিভাগ আত্রাই, নওগাঁর আয়োজনে আমন সংগ্রহ ২০১৯-২০২০ মৌসুমে ২০শে নভেম্বর ২০১৯ হতে ২৮ শে ফেব্রুয়ারী ২০২০ ইং পর্যন্ত অভ্যন্তরীণভাবে ২৬ টাকা কেজি দরে ৫২৬ মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ধান ক্রয়ের শুভ উদ্ধোধন করেন নওগাঁ -৬(আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মো. ইসরাফিল আলম ।
উপজেলা খাদ্য গুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধান ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম প্রকৃত কৃষকদের কৃষি কার্ড যাচাই বাছাই করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানা ওসি মো. মোসলেম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুন্নবী, খাদ্য গোডাউন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজুল হক, শেখ আব্দুল বারী, ফজলে রাব্বী জুয়েল,আমজাদ হোসেন কামরুল, সরদার শোয়েব প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন