নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ৩০ বোতল ফেসসিডিলসহ সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের লিটল ব্রিজ সংলগ্ন বাচ্চু কনফেকশনারী হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেসসিডিলসহ সুমন হোসেনকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত সুমন হোসেন পার-নওগাঁ সরদার পাড়ার বাচ্চু হোসেনের ছেলে।
নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলম বলেন, দীর্ঘদিন যাবৎ শহরের লিটল ব্রিজ সংলগ্ন যমুনা হোটেলের বিপরিতে বাচ্চু কনফেকশনারীতে ফেনসিডিল বেচা কেনা হয়ে আসছিল। নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসক হারুন আর রশীদ এর সার্বিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তার দোকান হতে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাকে হাতে নাতে আটক করা হয়। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন