নওগাঁ জেলা প্রতিনিধি: “আয়করের প্রবৃদ্ধি, দেশ ও দশের সম্পৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় শুরু হয়েছে ৪দিন ব্যাপী জাতীয় আয়কর মেলা ২০১৯। শনিবারে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার ফেরদৌস আলম।
নওগাঁ সার্কেল ৩ এর সহকারী কর কমিশনার নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: একেএম ফজলে রাব্বী বকু, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা কর আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ সরদার সালাউদ্দিন মিন্টুসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাতীয় রাজস্ব সমৃদ্ধ করতে ও দেশের উন্নয়ন তরান্বিত করতে নাগরিকদের কর প্রদানের আহবান জানান। আয়োজকরা জানান, মেলায় মুক্তিযোদ্ধা, নারী ও প্রতিবন্ধী করদাতাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।
একটি মন্তব্য পোস্ট করুন