নওগাঁর রাণীনগরে কৃষকদের মাঝে উপকরন বিতরন

নওগাঁর রাণীনগরে কৃষকদের মাঝে উপকরন বিতরন

আব্দুর রউফ রিপন:
নওগাঁর রাণীনগরে ধান চাষ করে বছরের পর বছর লোকসান হওয়ার কারণে বর্তমানে উপজেলার কৃষকরা অধিক লাভজনক বিভিন্ন রকমের ফসল চাষের দিকে ঝুঁকছেন। তারই ধারাবাহিকতায় রাজস্ব প্রকল্পের আওতায় উন্নত মানের সরিষা বীজ উৎপাদনের লক্ষে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরন বিতরন করা হয়েছে। কৃষকরা তাদের নিজের জমিতে সরিষা চাষ করার মাধ্যমে বীজ উৎপাদন করে নিজেরাই সংরক্ষন ও বাজারজাত করবেন। এই লক্ষ্যেই বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা প্রাঙ্গনে উপজেলার ৮টি কৃষক দলের ৩০জন কৃষকের মাঝে উন্নত মানের বারি সরিষা-১৪ ও ১৫ জাতের সরিষার বীজ, সার, বালাইনাশক, চালনী, ড্রামসহ অন্যান্য উপকরন বিনামূল্যে বিতরন করা করেছে। কৃষক পর্যায়ে রাজস্ব প্রকল্পের আওতায় প্রদর্শনী খেতের জন্য এই উপকরনগুলো বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপ-সকারি কৃষি কর্মকর্তা আহসান হাবিব রতন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget