নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নানা আয়োজনে জহির রায়হান চলচিত্র সংসদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবর শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের সামনে শহীদ বুদ্ধিজীবি জহির রায়হানের সারাদেশে একমাত্র ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করা হয়। পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধন করেন শহীদ বুদ্ধিজীবি জহির রায়হানের স্ত্রী কালজয়ী অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা। পরে সহযোগী সংগঠন ছবির হাটের শিশুদের নিয়ে চিত্রাংকন, সাজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হবিবর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালজয়ী অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা, সংগঠনের সহ-সভাপতি চন্দন কুমার সাহা, সাধারন সম্পাদক রহমান রায়হান, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, বিশিষ্ট্য ব্যাবসায়ী তপন রায় প্রমূখ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় । পরে বাউলবাড়ী শিল্পিরা এক মনোঞ্জ বাউল গান পরিবেশন করেন ।
একটি মন্তব্য পোস্ট করুন