নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জাতীয় পার্টির রাজশাহী বিভাগীয় টিমের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বেলা সাড়ে ১০টায় স্থানীয় একটি হোটেলে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব, রাজশাহী বিভাগীয় টিমের সদস্য ও নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিভাগীয় টিমের আহবায়ক এ্যাড. শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সদস্য সচিব রাজশাহী বিভাগীয় টিমের সদস্য সচিব মো. আব্দুর রশিদ সরকার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিভাগীয় টিমের সদস্য মো. মজিবুর রহমান সেন্টু, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম জিন্না, জাতীয় পার্টির আত্রাই উপজেলার সভাপতি মো. মোফাজ্জল হোসেন, সরদার শাহাজাহান, মো. নূরুল ইসলাম ওমর, মো. নুরুল ইসলাম তালুকদার, নওগাঁ জেলা জাতীয় পার্টির যুব সংহতির সাধারন সম্পাদক মো. জাহিদুল হক মিন্টু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন নওগাঁ জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. ইফতারুল ইসলাম বকুল। সভায় জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন