নওগাঁর ধামইরহাটে মাদক,বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত


মো.হারুন আল রশীদ:
নওগাঁর ধামইরহাটের অমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ মুক্ত সুস্থ সমাজ বিনির্মাণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায়  অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অমরপুর গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো হারুন অর রশীদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা,উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা,প্রধান শিক্ষক মো.তরিকুল ইসলাম,সাবুবুর রহমান সাবু,ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি আনোয়ার পারভেজ,ঝিলিক রাণী বর্মণ,সঙ্গীত প্রশিক্ষক এমকে চৌধুরী জিন্নাহ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদক,বাল্য বিবাহ দেশ ও জাতির জন্য বড় অভিশাপ। সামাজিক অবক্ষয়রোধে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের এসব বিষয়ে সচেতন থাকতে হবে। পড়াশুনার পাশাপাশি অবরাপধমূলক বিষয়ে নিজেকে সর্তক থাকা এবং প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget