নওগাঁর আত্রাইয়ে রেলের তেল চুরি, মূল হোতাসহ আটক ৪

নওগাঁর আত্রাইয়ে রেলের তেল চুরি, মূল হোতাসহ আটক ৪

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে রেলওয়ের তেল চুরির মূল হোতাসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্প। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহাগোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- তেল চুরির সিন্ডিকেটের মূল হোতা মৃত মোবারক আলীর ছেলে মফিজার রহমান বাবু (৬০), তার সহযোগী মৃত মনির উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ ওরফে নুন্নু (৬২), মৃত কাশেম আলী মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৬) ও নাজমুল হকের ছেলে সুজন ইসলাম (৩৪)। তাদের সকলের বাড়ি আত্রাই উপজেলার শাহাগোলা গ্রামে।

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এসএম জামিল আহমেদ বলেন, গত ২৩ আগস্ট শাহাগোলা বাজারে বাংলাদেশ রেলওয়ের ৬৫০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। সে সময় চোরাকারবারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় থানায় মামলা হয়। সোমবার গোপন সংবাদে জানা যায় চোরাকারবারীরা শাহাগোলা বাজারে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের আত্রাই থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget