নওগাঁয় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

নওগাঁয় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সমবায় বিভাগ র‌্যালী আলোচনাসভা এবং সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ সমবায় পতাকা উত্তোলন করেন।
 
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
 
আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউটের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান।
 
আলোচনাসভায় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা, সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক সবেদুল ইসলাম রনি, ভুতুলিয়া মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র সভাপতি মো. গোলাম রব্বানী, ক্ষুদ্র ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির সভাপতি মাহবুব আলম এবং পল্লী কৃষি উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি উজ্জল কুমার মন্ডল।
 
অনুষ্ঠানে বিগত ২০১৭-১৮ সমবায় বর্ষে সরকারী কোষাগারে রাজস্ব প্রদানে নওগাঁ সদর উপজেলার শীর্ষ ১০টি সমবায় সমিতিকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget