আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিতকল্পেদেশের ৯জন সাংসদকে নিয়ে নওগাঁয় গণশুনানি

আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিতকল্পেদেশের ৯জন সাংসদকে নিয়ে নওগাঁয় গণশুনানি

বাবুল আখতার রানা: নওগাঁর মহাদেবপুরে দলিত ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিতকল্পে দেশের ৯জন সংসদ সদস্যকে নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জোয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলিত এবং সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি। এ গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাধারণ মানুষের তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আর তাদের সমস্যা সমাধানে অতিথিরা বিভিন্ন সমাধান ও সমাধানকল্পে সঠিক পরামর্শ প্রদান করেন। নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছলিম উদ্দীন তরফদার, দলিত এবং সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, সর্বদলীয় সংসদীয় গ্রুপের সেক্রেটারী জেনারেল শিশির শীল, নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নানসহ জেলার বিভিন্ন উপজেলার থেকে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষেরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget