নওগাঁ প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ“ এই প্রতিপাদ্য নিয়ে ফেষ্টুন উড়ানো, আলোচনা সভা, সনদপত্র, যুব ঋন ও অনুদানের চেক বিতরনের মধ্য দিয়ে নওগাঁয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবারে নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরে ফেষ্টুন উড়ানো ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি। পরে অধিদপ্তরের মিলনায়তনে জেলা প্রশাসক হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান, সফল আতœপ্রত্যয়ী যুব মহিলা পারভীন আকতার ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত যুব মহিলা পারুল আকতার প্রমুখ বক্তব্য রাখেন। পরে ৫টি সংগঠনকে ১ লাখ ৫ হাজার টাকার অনুদানের, ১৪ জনকে ৭ লাখ টাকার যুব ঋনের চেক ও ৭০ জন গবাদি পশু ও হাসমুরগী পালনে প্রশিক্ষন প্রাপ্তদেরকে সনদপত্র বিতরন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন