নওগাঁর মান্দায় কষ্টি পাথর বিষ্ণমূর্তি উদ্ধার

নওগাঁর মান্দায় কষ্টি পাথর বিষ্ণমূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দা থানা পুলিশ ও ১৬বিজিবির যৌথ অভিযানে কষ্টি পাথরের দুইটি বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের কালিকগ্রাম পশ্চিম পাড়ার মৃত আকবর আলীর ছেলে ময়েজ উদ্দীনের মাটির দোতলা ঘড় থেকে উদ্ধার করা হয়। ১৬ বিজিবি-নওগাঁ উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এসএম হাবিবুল হাসান, বিজিবি ১৬ এবং মান্দা থানা পুলিশের ফোর্স যৌথ ভাবে কালিকগ্রাম পশ্চিম পাড়ার অভিযান পরিচালনা করেন। এসময় ময়েজ উদ্দিনের মাটির দোতলা ঘড় থেকে অভিযান করে দুইটি কষ্টি পাথরের বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। যার একটির ওজন ৪২ কেজি এবং অপরটির ওজন সাড়ে ১০ কেজিসহ সর্বমোট সাড়ে ৫২ কেজি। যার আনুমানিক মূল্য ৩১ লক্ষ ৫০ হাজার টাকা। তবে অভিযানের সময় বাড়িতে কেউ না থাকায় কাউকে আটক করতে পারেনি।
ধারনা করা হচ্ছে- বাড়ির মালিক ময়েজ উদ্দিন বিষ্ণু মূর্তি দুইটি ভারতে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিলেন। গোপন সংবাদের পর সেগুলো উদ্ধার করা হয়। এঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ চক্রের সাথে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।#

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget