নওগাঁর রাণীনগরে গুজব না ছড়াতে ও কোন গুজবে কান না দিতে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান, সম্প্রতি ইন্টারনেট অপব্যবহার (গুজব) না ছড়াতে ও কোন গুজবে কান না দিতে এবং সম্পিতি রক্ষারতে কুজাইল খ্রিষ্টীয় চার্জের সামনে খ্রিষ্টান ও সনাতন ধর্মাবলম্বী লোকজনদের সাথে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে এই সচেতনতা মূলক সভা করা হয়। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, দফাদারের সাথে এই সভা করা হয়েছে। কোন অপ্রিতিকর ঘটনায় না জড়িয়ে তাক্ষনিক ভাবে থানা পুলিশকে জানাতে ও থানা পুলিশকে সহযোগীতা করতে আহব্বান জানিয়েছেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন