রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠির
কাঠালিয়ায় শারদীয় র্দূগা উৎসব ২০১৯ উপলক্ষে শ্রীশ্রী রাধাগোবিন্দ
কেন্দ্রীয় আশ্রাম পরিদর্শন সহ অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্দির কমিটির সদস্য ও
ভক্তবৃন্দদের সাথে মতবিনিময় করেন।
রববিার (৬
অক্টোবর) উপজলো পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাবু খগেন্দ ভূূষন দাসের
সভাপতিত্বে শ্রী শ্রী রাধাগোবিন্দ কেন্দ্রীয় আশ্রাম কতৃক আয়োজিত মত বিনিময়
সভায় সকাল ১১টায় ঝালকাঠি-১ আসনরে সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখনে।
উক্ত
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজাপুর কাঠালিয়া সার্কেল এএসপি মোঃ শাখাওয়াত
হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কিবরিয়া সিকদার, উপজেলা নির্বাহী অফিসার
আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, জেলা পরষিদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন,
রেবা রানী মন্ডল, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসনে রিপন, মোঃ রবউিল ইসলাম
কবির সিকদার, অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিন, কাঠালয়িা থানা অফসিার ইনর্চাজ
মোঃ এনামুল হক প্রমুখ।
এছাড়াও মত বনিমিয় সভায় আওয়ামীলীগরে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার পুজারী ও মন্দীরের ক্তবৃন্দরা উপস্থিত ছিলেন
একটি মন্তব্য পোস্ট করুন