নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বাল্যবিবাহ নিরোধ দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা কর্মসুচির মধ্যদিয়ে দিনটি পালন হয়েছে।
রবিবার বেলা ১২টায় উপজেলা চত্বরে থেকে এই শোভাযাত্রা বের হয়। এসময় অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, বিশা ইউপি চেয়ারম্যান মান্নান মোল্লা, আত্রাই প্রেস ক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন প্রমুখ। #
একটি মন্তব্য পোস্ট করুন