ধর্ম যার যার উৎসব সবার, সম্প্রীতির দেশ বাংলাদেশ: খাদ্যমন্ত্রী

ধর্ম যার যার উৎসব সবার, সম্প্রীতির দেশ বাংলাদেশ: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ধর্ম যার যার,উৎসব সবার, সম্প্রীতির দেশ, বাংলাদেশ। এদেশে হিন্দু, মুসলিম কোন ভেদাভেদনেই। আমাদের একটাই পরিচায় আমরা বাঙ্গালী, বাংলা আমাদের ভাষা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙ্গালী জাতির পিতা। ধর্ম নিয়ে কোন রাজনীতি নয়। সবাই শান্তিপূর্ণভাবে দূর্গাৎসব পালন করুন। সরকার সবরকমরে সহযোগিতা করছে এবং করবে।

রবিবার বেলা ১২টায় হতে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশনকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। আপনাদেরসকলের সহযোগিতায় আমরা সেই মহাসড়ক পাড়ী দিতে পারবো। পূজা মন্ডপেকোন অশ্লীল কার্যকলাপ চলবে না। ধর্মীয় অনুষ্ঠনে পবিত্রতা বজায় রাখতে হবে।

পূজা মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, অফিসার ইন চার্জ (ভারপ্রাপ্ত) হুমায়ন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবুঈশ্বর চন্দ্র বর্মন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget