ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ব্যাটারী চালিত ভ্যানগাড়ী পাটাতনে অভিনব পন্থায় ১৫০ বোতল ফেনসিডিল সাজিয়ে পাচারকালে বিজিবি সদস্যরা আটক করে।
১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান পিবিজিএম,জি-প্লাস বলেন, বুধবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভূটিয়াপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো.আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা বালিয়াচর নামকস্থানে অভিযান চালায়। অভিযানে ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর পাটাতন থেকে অভিনব পন্থায় সাজিয়ে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্বার করা হয়। তবে বিজিবি উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভ্যানগাড়ী রেখে পালিয়ে যায়। আটককৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক ৭৬ হাজার টাকা।
ছবি আছে
একটি মন্তব্য পোস্ট করুন