রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি
জেলার কাঠালিয়ায় নৌকা বিকল্প ভেলা বাইচ অনুষ্ঠিত। সনাতন ধর্মাবলম্বীদের
শ্যামা পূজা উপলক্ষে আওরাবুনিয়া সার্বজনীন কালী মন্দির পরিচালনা পরিষদ কতৃক
এ ভেলা বাইচের আয়োজন করেন।
আর এ আয়োজনকে ঘিরে
বিনোদন প্রেমী মানুষ নৌকার বিকল্প হিসেবে (কলা গাছ দিয়ে তৈরি বিকল্প নৌযান)
ভেলায় চড়ে ভেলা বাইচে অংশ গ্রহন করেন। গত ২৮ অক্টোবর সোমবার সকালে
কাঠালিয়া উপজেলার আওড়া বুনিয়া নদীতে বিভিন্ন এলাকার ৫টি দল কলাগাছের তৈরী
প্রায় ৪০ ফুট করে লম্বা ৫টি ভেলায় মাঝি ও অর্ধশতাধীক মাল্লার অংশগ্রহনে
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ অনুষ্ঠিত হয়।
কলাগাছের
তৈরি নৌযান ভেলায় চড়ে বাইচ খেলার আনন্দ নদীর দুই পাড়ে হাজার হাজার
নারী-পুরুষ ও শিশু বাইচ খেলা উপভোগ করেন। ভেলা বাইচ শেষে বিজয়ীদের মধ্যে
পুরস্কার বিতরণ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন