সাজেদুর রহমান সাজু:“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ পুষ্টিকর খাদ্যেই হবে আকাক্সিক্ষত ক্ষুধামুক্ত পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। বুধবার সকাল ১১টায় নওগাঁ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং নওগাঁ খাদ্য বিভাগের আয়োজনে নওগাঁ জিলা স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে নওগাঁ কে ডি স্কুলে গিয়ে শেষ হয়। র্যালী শেষে নওগাঁ কে ডি স্কুল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নওগাঁ (সার্বিক) মাহাবুবুর রহমান খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারি। এছাড়া অনুষ্ঠানে নওগাঁ জেলা খাদ্য কর্মকর্তা, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, নওগাঁ জেলা প্রশাসন, শিক্ষক শিক্ষার্থী সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
একটি মন্তব্য পোস্ট করুন