ঝালকাঠি পুলিশ সুপারের ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩ বোতল ফেন্সীডিল উদ্ধার

ঝালকাঠি পুলিশ সুপারের ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে  ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩ বোতল ফেন্সীডিল উদ্ধার

রিপোর্ট : ইমাম বিমান:: ঝালকাঠিতে জেলা পুলিশ সুপারের ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে ট্রাফিক পুলিশের হাতে ১২৩ বোতল ফেন্সীডিল সহ ২ জন আটকের সংবাদ পাওয়া যায়। গত (২ অক্টোবর) দুপুরে গাবখান ব্রীজের পূর্বপাড়স্থ টোলঘর সংলগ্ন এলাকায় জেলা পুলিশের আয়োজিত ট্রাফিক ক্যাম্মপেইনে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রাখার ঘোষনা দেন। আর তারই ধারাবাহিকতায় ঘোষনার ২৪ ঘন্টা পার হতে না হতেই বৃহস্পতিবার (৩ অক্টোবর) জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার আটক করে। পরে তল্লাশী করে তার ভিতর থেকে ১২৩ বোতল ফেন্সীডিল উদ্ধার করে গাড়ীর ড্রাইভার ও একজন নারীকে আটক করে ঝালকাঠি ট্রাফিক পুলিশ।
ঝালকাঠি পুলিশ সুপারের ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে  ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩ বোতল ফেন্সীডিল উদ্ধার
 
এ বিষয় নলছিটি থানার উপ-পরিদর্শক রাসেল মোল্লা  জানান, গত রোববার থেকে ঝালকাঠিতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার সময় ঝালকাঠি সদর ট্রাফিকের পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে শিক্ষানবশি ট্রাফিক সার্জেন্ট তারিকুল ইসলাম ও টিএসআই তোঁতামিয়াসহ ট্রাফিক পুলিশের একটি দল জেলার নলছিটি থানাধীন ঝালকাঠি-বরিশাল মহাসড়কের রায়াপুর নামক স্থানে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনার জন্য চেকপোষ্ট বসায়। এ সময় বরিশাল থেকে ঝালকাঠির দিকে আসা একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশী করলে প্রাইভেটকারের পেছনে ২টি ব্যাগে লুকিয়ে রাখা ১২৩ বোলত ফেন্সিডিল উদ্ধার হয়।

ট্রাফিক পুলিশের অভিযানে প্রাইভেট কারের ভিতরে থেকে পুলিশের ১২৩ বোতল উদ্ধারকৃত ফেন্সিডিল সহ গাড়ীতে থাকা তানিয়া ইসলাম (২৬) নামে এক নারী ও তার সহযোগী ড্রাইভার মেহেদী হাসান (২৫) আটক করে নলছিটি থানায় সোপর্দ করা করে ট্রাফিক পুলিশ। আটককৃত তানিয়া বরিশাল শহরের কাউনিয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী এবং মেহেদী হাসান যশোর জেলার প্রয়াত মোকলেসুর রহমানর ছেলে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget