রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠি
জেলার সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম একনিষ্ঠ কর্মী
দূরদিনে একসময় ইউনিয়ন আওয়ামীলীগের হাতেগনা কয়েকজন সদস্যের মধ্যে একজন ছিলেন
রুস্তম বেপারি। বর্তমানে সে ৫নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি পদে আছেন। একবছর
পূর্বে তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পরে। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ
একবছরের বেশি সময় ধরে বিছানায় শয্যাশয়ী এই আওয়ামীলীগ কর্মী। ক্যান্সারে
আক্রান্ত হওয়ার পর বাড়ী এবং এলাকাবাসীর সহযোগীতায় তাকে প্রতিমাসে তিনব্যাগ
রক্ত দেয়া হতো। বর্তমানে সংসারের একমাত্র কর্মক্ষম রুস্তুমের পারিবারিক
অবস্থা খুবই খারাপ।
এ বিষয় রুস্তুমের বাড়ী গিয়ে
শতবর্ষ বয়সী মা আমিরনের সাথে কথা বলে জানাযায়, তার একমাত্র সন্তানের এই
করুন অবস্থায় প্রথম প্রথম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, ইউনিয়ন কৃষক লীগ সাধারন
সম্পাদক ও ইউপি সদস্য লস্কর হাদিসুর রহমান দিপু দেখে গেছেন এছাড়া আজও
পর্যন্ত কেউ দেখতে আসেননি। আমার সামনে আমার একমাত্র সন্তান রুস্তুমের জন্য
সকলের কাছে দোয়া চাচ্ছি। আমার ছেলে ছোট্ট বেলা থেকেই আওয়ামীলীগ করে আসছে কই
আজ একবারের বেশি হলো আমার ছেলেকে সাহায্য তো দূরের কথা কোন নেতা পর্যন্ত
দেখতে আসেনি। আমার সামনে একমাত্র সন্তান এভাবে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি
মা হয়েও তার কোন উপকারে আসতে পারছি না। রুস্তুমের তিন মেয়ের মধ্যে মেঝ
মেয়েটি আগামীতে এসএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়েটি ৭ম শ্রেনীর ছাত্রী আজ
তাদের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। সামনে মেঝ মেয়েটির এসএসসি
পরীক্ষার ফরম ফিলাপ কিভাবে কি করবো আমি ভেবে পাচ্ছি না। আমি এমপি আমু
ভাইয়ের কাছে বলতে চাই আমার সন্তানের এ অবস্থায় যদি তিনি পাশে এসে দাঁড়াতেন
তাহলে আমার একমাত্র সন্তান ও তার পরিবার বাঁচতে পারবে।
এ
বিষয় ইউনিয়ন কৃষক লীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য লস্কর হাদিসুর রহমান
দিপুর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, রুস্তম ভাই আমাদের ইউনিয়ন
আওয়ামীলীগের দূরদিনের কন্ডারী। তিনি আওয়ামীলীগের দূর দিনে কখনোই পিছু
হটেননি। প্রায় এক বছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে
শয্যাশায়ী অবস্থায় আছেন। এক বছরের বেশি সময় দরে ক্যান্সারে আক্রান্ত হয়ে
কিছুদিন ঢাকা ও বরিশালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের অস্বচ্ছলতার কারনে আজ
তার পরিবারের সদস্যরা দিশাহারা তার মা আমাকে দেখলেই একমাত্র ছেলের কথা বলে
কান্না করে। আমি আমাদের দক্ষিন অঞ্চলের কর্নধর মাননীয় এমপি আমির হোসেন আমু
ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি।
নবগ্রাম ইউনিয়নস্থ
খাদৈক্ষিরা গ্রামের প্রয়াত মোতাহার বেপারির বড় ছেলে বীর মুক্তি যোদ্ধা
হেমায়েত উদ্দীন হিমুর মৃত্যুর পর থেকে তিনিই বর্তমানে বাড়ীর বড় ছেলে। তার
দুই ছেলে ও তিন মেয়ে সংসারে রয়েছে শতবর্ষ বয়সী মমতাময়ী মা। বৃদ্ধ মায়ের
দেখা শুনার জন্য তার একমাত্র ছেলে রুস্তম আজ ক্যান্সারে আক্রান্ত হওয়ায়
দিশাহারা বৃদ্ধ মা।
একটি মন্তব্য পোস্ট করুন