মান্দায় যৌন নির্যাতনের প্রতিবাদ করায় আদিবাসী পল্লীতে বখাটেদের হামলা- আহত ৭, গ্রেফতার ৪


মান্দায় যৌন নির্যাতনের প্রতিবাদ করায় আদিবাসী পল্লীতে বখাটেদের হামলা- আহত ৭, গ্রেফতার ৪

তন্ময় ভৌমিক: নওগাঁর মান্দায় যৌন নির্যাতনের প্রতিবাদ করায় আদিবাসী পল্লীতে হামলা চালিয়েছে ৪ নারীসহ ৭জন আহত করেছে সঙ্গবদ্ধ বখাটেদের দল। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপূরে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালীসফা পশ্চিমপাড়া আদিবাসী পল্লীতে হামলার এ ঘটনো হয়েছে। এ ঘটনায় আদিবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ঘটনায় ৪ বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে থানায় ৭জনকে আসামী করে মামলা দায়ের হলে পুলিশ আটককৃতদের গ্রেফতার দিয়েখে জেল হাজতে পাঠিয়েছে। তবে বাঁকি তিন জন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো কালীসফা মোল্লাপাড়া গ্রামের সাইফুদ্দীনের ছেলে হাবিবুর রহমান (১৯), আবু বক্কর সিদ্দিকের ছেলে ইউসুফ আলী (১৮), রকিব হোসেনের ছেলে সুজন ইসলাম (১৮) ও দেলুয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে জিহাদ হোসেন (১৮)।
আদিবাসী পল্লীর বাসিন্দারা জানান, আদিবাসীদের সবচেয়ে বড় পূজা ‘কারাম পূজা বা ডাল পূজা ’। বুধবার সন্ধ্যায় কালীসফা দীঘিপাড়ার মোড়ে ‘ডালপূজা’ দেখে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন ওই পল্লীর ৩ কিশোরী। পথিমধ্যে দেলুয়াবাড়ি এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে নাজমুল হোসেন এক কিশোরী ঝাপটে ধরে শ্লীলতাহানী ঘটায় । এ সময় তাদের চিৎকারে বখাটে নাজমুল পালিয়ে কালীসফা মন্দির সংলগ্ন এলাকায় খোকনের দোকানে আশ্রয় নেয়।
পল্লীর বাসিন্দা সুমতি রানী ওরাও জানান, ওই দোকান থেকে নাজমুলকে ধরে আমাদের পাড়াতে এনে আটক করে রাখা হয়। সন্ধ্যার পরে পল্লীর মোড়ল উজ্জল সরদার এসে নাজমুলকে ছেড়ে নিয়ে যান। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপূরের দিকে নাজমুলের নেতৃত্বে ৭-৮ জন যুবক সঙ্গবদ্ধ হয়ে এসে আদিবাসী পল্লীতে হামলা চালিয়ে মারপিট শুরু করে।
পল্লীর মোড়ল উজ্জল সরদার জানান, বখাটেদের মারপিটে সাগর ওরাও (১৮), শান্ত ওরাও (১৫), আনন্দ ওরাও (২৫), সোনালী ওরাও (৩৫), মিনু ওরাও (৪৫), দুলি ওরাও (২৫) ও জোসনা ওরাও (৪৫) আহত হয়েছেন। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আদিবাসী পল্লীতে আদিবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে । হামলার সঙ্গে জড়িত বখাটেদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরে স্থানীয়দের হাতে আটক ৪ যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনায় থানায় ৭জনকে আসামী করে মামলা দায়ের করা হলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে চারজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাঁকি তিনজন আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget