সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে একটি পরিত্যাক্ত কুপে পড়ে বুলবুলী (৩৪) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রী পোনে ৮টার দিকে উপজেলার উমইল বাজারে।
জানা গেছে ওই গ্রামের জৈনক আবুল কাশেম তার বাড়ীর পাশে থাকা প্রায় ত্রিশ বছরের পুরনো একটি ভরাট প্রায় কুপের মুখে স্লাপ (ঢাকনা) বসিয়ে কুপটিকে বাসার মধ্যে ঢুকে নিয়ে ্ওই স্থানে তাদের রান্নার ঘর বানিয়েছিল। সোমবার রাত্রী ৭টা ৪৫মিনিটের দিকে গৃহবধু বুলবুলী সেখানে তাদের রান্নাবান্নার কাজ করছিল এমন সময় হঠাৎ করে ওই কুপের ঢাকনাটি ধসে গেলে কুপের উপর বসে কাজ করা অবস্থায় সে তলিয়ে যায়। এসময় রানানাঘরে বিকট শব্দ হলে বাড়ীর লোকজন ছুটে গিয়ে ঘটনাটি দেখতে পায়। পরিত্যাক্ত ওই কুপ হতে গৃহবধুকে তোলার চেষ্টা করতে থাকলে ওই গ্রামের হাবিবুর রহমান নামের এক সাহসী যুবক এসে কুপে নামিয়ে গৃহবধুকে ওই কুপ থেকে তুলে আনে। এর পর গৃহবধুর লোকজন তাড়া তাড়ী করে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন এবং কুপের মধ্যেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানায়। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: হাই নিউটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ও হাসপাতালে এসে মৃত গৃহবধুকে দেখেছেন বলে জানিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন