সাজেদুর রহমান সাজু: নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ সকাল ৯টায় নওগাঁ জিলা স্কুল মাঠে ফেস্টুন উড্ডয়ন, র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। র্যালী নওগাঁ জেলা স্কুল মাঠ থেকে নওগাঁ কে ডি স্কুলে এসে শেষ হয়। র্যালী শেষে নওগাঁ কে ডি স্কুল অডিটোরিয়ামে নওগাঁ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপ-সচিব স্থানীয় সরকার নওগাঁ গোলাম শাহ্ নেওয়াজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রাশিদ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা সিভিল সার্জন কর্মকর্তা মমিনুল হক, নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশল অধিদপ্তর জনস্বাস্থ্য বিভাগ নওগাঁ আবুল কালাম আজাদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে নওগাঁ জিলা স্কুল ও নওগাঁ কে ডি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।
একটি মন্তব্য পোস্ট করুন