নওগাঁ সদর দর্জি মালিক সমিতির দূর্নীতি বিরোধী সমাবেশ ও স্মারকলিপি প্রদান

নওগাঁ সদর দর্জি মালিক সমিতির দূর্নীতি বিরোধী সমাবেশ ও স্মারকলিপি প্রদান

মো.সবুজ হোসেন নওগাঁ সদর উপজেলা দর্জি মালিক সমিতি দূর্নীতি বিরোধী সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে। কাপড়ের দোকানের সেলসম্যানদের নিকট থেকে টাকার বিনিময়ে অথবা অপকৌশলে অর্ডার সংগ্রহকারী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের শাপলা ক্লথস্টোরের সামনে সংগঠনের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সেলসম্যানরা কতিপয় কাপড় ব্যবসায়ী কাছে জিম্মি হয়ে পড়েছে। ব্যবসায়ীরা টাকার বিনিময়ে কিছু অসাধু টেইলার্সে কাষ্টমার পাঠায় যা রেওয়াজে পরিনত হয়েছে। যেসব দর্জি মালিকরা টাকা দিতে পারে তাদের দোকানে কাষ্টমার পাঠায়। আর যারা টাকা দিতে পারে না, তাদের দোকানে কাষ্টমারদের যেতে নানা ভাবে বাঁধা প্রদান করা হয়।

এসব সমস্যা অতিসত্বর বন্ধের দাবি জানানো হয়। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে হুমিয়ারী উচ্চারন করা হয়। পরে নওগাঁ সদর মডেল থানায় একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

এসময় দর্জি মালিক সমিতির সহসভাপতি মতিউর রহমান, সহসাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক বারিক হোসেন, দপ্তর সম্পাদক শহীদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।#

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget