------------এমপি ইসরাফিল আলম
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর সভাপতি, নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তিন তিন বার নির্বাচিত নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে এ দেশের অবহেলী, সুবিধা বঞ্চিত মানুষদের। আজ মানুষের চলাচল সুবিধার জন্য তৈরী করা হয়েছে উন্নত পাকা রাস্তা, শিক্ষার্থীদের ভালো ভাবে পড়াশুনার জন্য নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক নতুন নতুন বিদ্যালয় ভবন, দেওয়া বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ভিত্তিক জ্ঞান। আগামী প্রজন্মরা যাতে আরো উন্নত শিক্ষা অর্জন করতে পারে সে জন্য অক্লান্ত পরিশ্রম করে চলছে বর্তমান সরকার।
এমপি ইসরাফিল আলম বলেন,বাংলাদেশ এখন দারিদ্রমুক্ত,ক্ষুধামুক্ত উন্নয়নশীল দেশের কাতারে। শেখ হাসিনা সরকার যে ভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা আসলে ভাববার বিষয়। এ সরকার সব সময় চিন্তা করে কিভাবে দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে এ দেশের আর্তপীরিত মানুষের পাশে থেকে তাদের সেবা করা যায়। দুর্নীতিতে নয় উন্নয়নে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে উন্নয়ন হয়েছে অভূত। এখন গ্রামগঞ্জের মানুষ আর চ্যারাগ, বাতি জালায় না, কারন শেখ হাসিনা সরকার আজ দেশের সকল গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায়ে দিয়েছেন।
শনিবার বিকালে উপজেলা ৯০ কোটি টাকা ব্যয়ে ভরতেঁতুলিয়া, বান্দাইখাড়া এবং পতিসরে পল্লী বিদ্যুতের তিনটি শক্তিশালী উপকেন্দ্রের মধ্যে ভরতেঁতুলিয়া উপকেন্দ্রের কাজ সম্পন্ন হওয়ার পর উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত সাব-স্টেশন চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. এনামুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোহিজ্জুল ইসলাম, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম, আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম ফিরোজ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলামে মাস্তফা বাদল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন