ধামইরহাট সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

ধামইরহাট সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

মো.হারুন আল রশীদ নওগাঁর ধামইরহাটে সড়ক দূর্ঘটনায় এক ইউপি সদস্য নিহত হয়েছে। জানা গেছে,উপজেলার ৬নং জাহানপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য কহিনুর বেগম (৪৫) গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত কহিনুর জাহানপুর গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী। তার কোন সন্তান ছিলনা।বৃহস্পতিবার বাদ যোহর তার জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, ইউপি চেয়ারম্যান ওসমান আলীসহ অসংখ্য মুসল্লি অংশ গ্রহণ করেন। উল্লেখ্য গত ১৯ অক্টোবর শনিবার সকাল ১০টার দিকে স্বামীর মোটর সাইকেল যোগে ধামইরহাট আসার পথে জাহানপুর নামকস্থানে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে কহিনুর বেগম মারাত্মক আহত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget