এসময় সচিব বলেন, মাঠ পর্যায়ে থেকে শুরু করে জনবলের যে অভাব তার প্রস্তাব দিয়েছেন এবং প্রক্রিয়ধীন আছে।
তিনি আরো বলেন, প্রত্যেক উপজেলায় ২টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্বাচিত করা হয়েছে। এসব কেন্দ্রগুলোতে নরমাল ডেলীভারীর জন্য উপযোগী করে গড়ে তুলা হচ্ছে। ফলে এলাকার গর্ভবতী মায়েদের সেবা প্রদান করা হবে এবং তাদের কেন্দ্র নিয়ে নরমাল ডেলীভারীর ব্যবস্থা করা হবে। এছাড়াও ২০৩০ সালের এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে সবাইকে কাজ করার নেির্দশ দেন।
এসময় অন্যেন্যার মধ্যে পরিবার পরিকল্পনার রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক শফিকুল ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর-রশীদ, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. কুস্তুরি আমিনা কুইনসহ ৫টি জেলার উপরিচালক ও নওগাঁর ১১টি উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন