নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে আবু সুফিয়ান আরমান (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গত বুধবার রাতে উপজেলার গোকুল গ্রামের গাছের ডালের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত আবু সুফিয়ান আরমান উপজেলার আড়ানগর গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে।
ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, আরমান ঠিক মতো বাড়িতে থাকতেন না। গত তিন মাস ধরে পাশের গোকুল গ্রামের এক বৃদ্ধার বাড়িতে থাকতেন তিনি। বুধবার রাতের কোনো এক সময় ওই বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেন।
ওসি আরও বলেন, দীর্ঘদিন ধরে আরমানের পারিবারিক দ্বন্দ চলছিল। এ কারণে তিনি বাড়িতে না থেকে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন