নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নওগাঁ জেলা প্রতিনিধি: “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্য নিয়ে ফেষ্টুন উড়ানো, বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ফেষ্টুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. হারুন অর-রশীদ। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদের গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা হোসেন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, জেলা ট্রাক মালিক পরিবহন গ্রুপের সভাপতি সালাহ উদ্দীন খান টিপু, জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি সাংবাদিক রায়হান আলম, বিএরটিএর সহকারী পরিচালক ময়নুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা দেশের প্রতি বছর সড়ক দূঘটনায় নিহত হয় এবং পঙ্গুত্ব বরন করে। এতে সড়ক ব্যাপক ক্ষতি সাধিত হয়। তাই দুর্ঘটনা হ্রাস করতে ও সড়ক নিরাপদ রাখতে জনসচেতনতা বৃদ্ধির আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget