নওগাঁ জেলা প্রতিনিধি: যুবকরা সময় নষ্ট না করে টেনিস ক্লাবের দিকে ধাবিত হয়ে জীবন গড়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অলস থাকায় যুব সমাজ দিন দিন বিপথে ধাবিত হচ্ছে। তারা টেনিস ক্লাবের দিকে ধাবিত হয়ে নওগাঁকে সারাদেশে ছড়িয়ে দিক এমন প্রত্যাশা করেন খাদ্যমন্ত্রী।
গত শুক্রবার সন্ধ্যায় তিনদিন ব্যাপী নওগাঁ টেনিস ক্লাবের আয়োজেন ‘জেলা প্রশাসক গোল্ডকার্প টেনিস টুর্নামেন্ট’ উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক হারুন অর রশিদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ-২ আসনের সাংসদ অ্যাড. শহীদুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সাংসদ শাহীন মনোয়ারা হক সহ অন্যান্যরা। উদ্বোধনী দিনে নওগাঁ টেনিস ক্লাব বনাম আজিমপুর অফিসার্স ক্লাব অংশ নেয়।
খেলা শুরুর আগে বেলুন ও ফেস্টুন ওড়ানো এবং এক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন