নওগাঁ সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু মুসা ১০ দিনপর ঠাকুরগাঁও থেকে উদ্ধার, অপহরণকারী নারী গ্রেফতার

নওগাঁ সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু মুসা ১০ দিনপর ঠাকুরগাঁও থেকে উদ্ধার, অপহরণকারী নারী গ্রেফতার

তন্ময় ভৌমিক: নওগাঁ সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু মুসাকে ১০ দিন পর ঠাকুরগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশু অপহরণকারি আজিজা বেগমকে গ্রেফতার করা হয়েছে। অপহরণকারী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর খাদাইল বাজার গ্রামের আবুল কালামের স্ত্রী মোছা: আজিজা বেগমকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেল ৫ টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান জানান সোমবার সকাল ৬ টায় নওগাঁ সদর থানার তদন্ত কর্মকর্তা ফায়সাল বিন আহসান ঢাকার গোয়েন্দা পুলিশের মাধ্যমে মোবাইল ট্যাকিং করে ঠাকুরগাঁও থেকে শিশুটি উদ্ধার করেন। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। উদ্ধারকৃত শিশু সন্তানকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর নওগাঁ সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশু মুসা চুরি হয়। এর আগে ২ অক্টোবর ডায়রিয়াজণিত সমস্যার কারণে হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামে ইসমাইল হোসেন এর ৫ মাসের শিশু মুসাকে ভর্তি করানো হয়। এ সময় তার মা বৃষ্টি ও দাদি সঙ্গে থাকতেন। এ সময় এক অপরিচিত নারী কৌশলে বাচ্চাকে কোলে নিয়ে বাহিরে চলে যান। এতে শিশু ওয়ার্ডে কান্না ও হইচই শুরু হয়। পরে হাসপাতালের সিসি টিভির ভিডিও ফুটেজ থেকে বোরকা পরিহিত এক নারীকে ওই শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এ বিষয়ে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর শিশুটি উদ্ধারে মাঠে নামে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget