তন্ময়
ভৌমিক: নওগাঁর মহাদেবপুরে সাপের কামড়ে স্বামী বেলাল হোসেন (২৭) ও তার
স্ত্রী মৌসুমী আক্তারের (২২) মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার রাতে উপজেলার রামচরনপুর
গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা
জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বেলাল এবং মৌসুমী নিজ ঘরে শুয়ে পরেন । ঘুমন্ত
অবস্থায় বেলাল হোসেন ও মৌসুমী আক্তারকে সাপে ছোবল মারে । বিষয়টি তারা বুঝতে পেরে
চিৎকাসা করলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। এ ঘটনার পর পরই বেলালের পরিবারের
সদস্যরা সাপটি ধরতে সক্ষম হন । তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে
নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা
আরও জানান, মাস খানেক আগে একই ভাবে সাপের কামড়ে বেলালের বাবা সিরাজ উদ্দিনও মারা
যান।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন