মান্দার কুসুম্বায় ফাস্ট ফুডের দোকান “মা স্টোরে” ভ্রাম্যমান আদালতে জরিমানা


মান্দার কুসুম্বায় ফাস্ট ফুডের দোকান “মা স্টোরে” ভ্রাম্যমান আদালতে জরিমানা

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ  : নওগাঁর মান্দায় ফাস্ট ফুডের দোকান “মা স্টোরে” বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের প্রবেশ দ্বারের বাম পার্শ্বের ফাস্ট ফুডের দোকান “মা স্টোরে” এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সদ্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম। মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম জানান, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ হারুন অর রশীদ স্যারের নির্দেশনা অনুযায়ী মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ পার্শ্ববর্তী বিভিন্ন খাবার দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। নায্য মূল্যের চেয়ে অধিক মুল্যে পন্য বিক্রির দায়ে একজন বিক্রেতাকে জরিমানা করা হয় এবং সকল দোকানদারকে ন্যায্য মূল্যে পন্য বিক্রি করতে অনুরোধ করা হয়। এছাড়া মোটরসাইকেল আরোহী কোন দর্শনার্থীকে যেন জোরপূর্বক মোটরসাইকেল রাখতে বাধ্য করা না হয়, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য,“মা স্টোর” এর মালিক আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর আলম ক্রেতাদের কাছ থেকে বিভিন্ন পণ্যের অতিরিক্ত মূল্য নিয়ে থাকেন। অথচ অভিযান পরিচালনার সময় বারবার হুঁসিয়ারী দেওয়ার পরেও তা অস্বীকার করেন। ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে অতিরিক্ত মূল্য নেওয়ার বিস্তর অভিযোগ রয়েছে। অতিরিক্ত মূল্যে পন্য সামগ্রী বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী তার ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মান্দা থানার এএসআই আব্দুল মালেকসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget