নওগাঁয় ও সাপাহারে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নওগাঁয় ও সাপাহারে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রতিনিধি নওগাঁ: “বয়সের সমতার পথে যাত্রা” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র‌্যালী মানব বন্ধন ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় ও সাপাহারে  আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিধ ছিলেন জেলা প্রশাসক মো. হারুন অর-রশীদ। মঙ্গলবার সকালে পুরাতন কালেকটরেট চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জিলা স্কুল মিলনায়তনে গিয়ে শেষ হয়। বেসরকারী সংস্থা (রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার) রিক এর আয়োজন করে। পরে তারা মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী মানব বন্ধন কর্মসুচী পালন করে। বর্ন্যাঢ্য র‌্যালী ও মানব বন্ধনে রিকের জোনাল ব্যবস্থাপক আব্দুল আলীম রিকের এরিয়া ম্যানেজার মনিরুজ্জামান, শাখা ব্যব্স্থাপক একরামুল হকসহ শতাধিক প্রবীন ও রিকের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, প্রবীণ হৈতষী সংঘ জেলা শাখার উদ্যোগে কেড়ি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীন হিতৌষী সংঘের সভাপতি আব্বাছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান ও প্রফেসর আব্দুল কাইয়ুম, প্রবীন হিতৌষী সংঘের সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় প্রায় দুই শতাধিক প্রবীনরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget