আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ও ভোলায় পুলিশের গুলিতে গনহত্যার প্রতিবাদে নওগাঁয় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও এ্যাড: রফিকুল আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেনসহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় বক্তরা প্রতিহিংসার শিকার খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী ও ভোলায় পুলিশের গুলিতে গনহত্যার তীব্র নিন্দা জানান।
একটি মন্তব্য পোস্ট করুন