তন্ময় ভৌমিক: নওগাঁর ধামইরহাট উপজেলায় রুপলালা হেমব্রম (১৮) নামে এক আদিবাসী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড় মোল্লাপাড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রুপলাল হেমব্রম ধামইরহাট উপজেলার বড় মোল্লা পাড়ার অনিল হেমব্রমের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয়রা একটি ব্রিজের নিচে রুপ লালার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে রুপলালার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক ও আশরাফুল ইসলাম (মহাদেবপুর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর রুপলালের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে তাকে কেউ কুপিয়ে হত্যা করেছে।
ওসি আরো জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন