নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ট্রেন ও পিকআপ ভ্যান সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন উপজেলার আহসানগঞ্জ স্টেশন সংলগ্ন রেল ক্রসিং অতিক্রম করার সময় পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি ধুমড়ে-মুচড়ে যায়।
এ সময় পিকআপ ভ্যানে থাকা তিন মৎস ব্যাবসায়ী পার্শ্ববর্তী আদমদিঘী উপজেলার শান্তাহারের ইব্রাহিমের ছেলে এনামুল হক (৪০), কমলবাড়ি গ্রামের আনোয়ারের ছেলে মাসুদ রানা (৩০) ও বড় আখিরা গ্রামের শমসের শাখিদারের ছেলে শাহিন (৩৫) গুরুতর আহত হন। স্থানিয়রা সাথে সাথে তাদের আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক সবাইকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
একটি মন্তব্য পোস্ট করুন