শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রেজাউল করিমকে সংবর্ধনা

 শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রেজাউল করিমকে সংবর্ধনা

নওগাঁ সদরে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মঙ্গলবার সন্ধ্যায় ০৪ নং তিলকপুর ইউনিয়নের নগরকুসুম্বী দ্বীমুখি উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবধর্না অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ০৪ নং তিলকপুর ইউনিয়নের  অওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আব্দুল জব্বার এর  সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠনে ব্যারিস্টার মো. নিজামদ্দীন জলিল জন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম নির্বাচিত হওয়ায় তার হাতে সংবর্ধনা তুলে দেন। চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের  পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মো. নিজামদ্দীন জলিল জনকে সোনার নৌকার প্রতিকের ব্যাচ পরিয়ে দেন।  পরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ব্যাপারে ০৪ নং তিলকপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম তার প্রতিক্রিয়ায় বলেন, জনগণের ভালোবাসার কারণেই এই সম্মান। আর এ সম্মান শুধু আমার একার নয় এই সম্মান গোটা  তিলকপুর ইউনিয়নবাসীর। কেননা তারা পরিষদকে ভালোবাসেন বলেই ইউনিয়নের নাগরিক হিসাবে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। আগামীতেও সেই দায়িত্ব যেন তারা অব্যহত রাখেন। আমিও আমার পরিষদ সেবা দিতে আপ্রাণ চেষ্টা করবো।

উল্লেখ্য, রেজাউল করিম ০৪ নং তিলকপুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। জনগণের স্বাস্থ্যসেবা দিতে এম্বুলেন্স সেবা চালু করেছেন। এছাড়াও মাদক ও সন্ত্রাস মুক্ত যুবসমাজ গঠনে বিভিন্ন সময় ক্রীড়া এবং সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget