ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় অভিযুক্ত প্রধান আসামী আটক

ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় অভিযুক্ত প্রধান আসামী আটক

রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠি জেলার রাজাপুরে স্কুল ছাত্রী অপহরন মামলার অভিযুক্ত প্রধান আসামী মনোজ সেনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। অপহরণের মূল হোতা মনোজ সেনের বাড়ী পাশ্ববর্তী কাউখালী থানাধীন হওয়ায় কাউখালী থানা পুলিশের সহায়তায় মোনজ সেনের নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। এদিকে অপহরেনর মূল হোতা আটক হলেও অপহরিত স্কুল ছাত্রী সানজিদাকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। মনোজ পাশ্ববর্তী কাউখালী উপজেলার গন্ডতা গ্রামের মানিক সেনের পুত্র।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, রাজাপুর উপজেলার কামাল হোসেন মৃধার মেয়ে  রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রীকে মনোজ সেন নামক এক হিন্দু যুবক তার পরিচয় গোপন রেখে মুসলমান পরিচয়ে প্রায়ই স্কুলে যাবার পথে সানজিদাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। গত ১৬ সেপ্টেম্বর সানজিদা উপজেলার আংগারিয়া গ্রামে তার মামা বাড়ি বেড়াতে যাওয়ার পথে দুপুর আড়াইটায় সময় অজ্ঞাত ব্যক্তির সহায়তায় জোড় পূর্বক মনোজ সানজিদাকে তার মোটরসাইকেলে তুলে। এ সময় সানজিদার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলেও সানজিদাকে নিয়ে মনোজ ও তার সহযোগী মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায় মনোজ। 

সানজিদাকে অপহরণের ঘটনায় মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর রাতে সালজিদার বাবা কামাল হোসেন মৃধা বাদী হয়ে মনোজ সেন (২১) ও অজ্ঞাত ১ জন সহ দুই জনের বিরুদ্ধে রাজাপুর থানায় অপহরনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন যার নম্বর-১৫। 
এ বিষয় সানজিদার বাবা কামাল হোসেন মৃধা জানায়, মনোজ মুসলমান সেজে রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের আব্দুস ছালাম হাওলাদারের পুত্র রানার সাথে রানাদের বাড়িতে থেকে তার মেয়েকে স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই কু-প্রস্তাব দিতো। ঘটনার দিন সানজিদা তার মামার বাড়ি যাওয়ার পথে সানজিদার পথরোধ করে তাকে জোড় করে তুলে নিয়ে যায় মনোজ ও তার সহযোগী। 

রাজাপুর থানা ওসি তদন্ত মোঃ আবুল কালাম আজাদ জানান, অপহরণের মুলহোতা মনোজকে গ্রেফতার করা হয়েছে। সানজিদাকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget