রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি
জেলার সদর উপজেলাধী বিনয়কাঠি ইউনিয়নস্থ সুগন্ধিয়া রত্তন মার্কেটে
অগ্নীকান্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল ০১ সেপ্টেম্বর বরিবার দিবাগত রাতে এ
অগ্নীকান্ডের ঘটনা ঘটে। রবিবার ভোররাতে ঘটে যাওয়া অগ্নীকান্ডে ৮টি দোকান
ভূমিভূত হলেও প্রাথমিক পর্যায় এর কারন জানাযায়নি তবে স্থানীয়রা মনে করছেন
বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে অগ্নীকান্ড ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
এ
বিষয় বিনয়কাঠি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, আমি অগ্নীকান্ডের
ঘটনাস্থান পরিদর্শন করেছি। সেখানে গিয়ে জানতে পারি ভোররাতের দিকে
অগ্নীকান্ডাের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে অাগুন নিয়ন্ত্রন
করে। যারা এ অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে তারা অধিকাংশই গরীব। আমি
আমাদের উপজেলা চেয়ারম্যানের নিকট তাদেরকে সহযোগীতার বিষয় জানাবো। তবে আমি
গত বছর ইউনিয়নের প্রত্যেক এলাকার হাট-বাজার ও ছোটবড় মার্কেটগুলোতে পাহাড়ার
ব্যবস্থা করেছিলাম কিন্তু অনেক বাজার ও মার্কেটের ব্যবসায়ীরা নৈশ প্রহরীর
সম্মানী বাবদ ১০০/১৫০ টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় নৈশ প্রহরীরা কাজ করছে
না। আজ যদি ঐ মার্কেটে পাহাদাড়ের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এতগুলো দোকান
পুড়ে যেত না বলে তিনি মনে করেন।
অগ্নীকান্ডের
ঘটনায় মনির হাং, জালাল হাং, বাদশাহ হাং, অরোবিন্ধু মিস্ত্রি, মাখন দাশ,
সুনিল দাস ও সান্টু সরদারের দোকানঘর পুরেযায়। অগ্নীকান্ডের ঘটনায়
ব্যবসায়ীদের প্রায় ১০লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।
অগ্নীকান্ডের
ঘটনায় ঝালকাঠি সদর উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া
ফেরদৌস ২ সেপ্টেম্বর সকালে ঘটনা স্থান পরিদর্শন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন