সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট): সোমবার জয়পুরহাটের পাঁচবিবিতে শালাইপুর গ্রামে নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কির শার্টার খুলতে গিয়ে গৃহকর্তাসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হল বাঁশখুর গ্রামের নজরুল ফকিরের ছেলে নাঈম হোসেন (১৭) ও গৃহকর্তা শালাইপুর গ্রামের নূর মোহাম্মদ (৩৮)। এ ঘটনায় গুরুতর আহত হন শালাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাকারিয়া।
এলাকাবাসী জানান, বেলা ১১ টায় নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কির শার্টার খুলতে একে একে তিনজন নিচে নেমে পড়লে বিষাক্ত গ্যাসে ২ জন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।
একটি মন্তব্য পোস্ট করুন