নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর কর্মকর্তা ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় শহরের ডিগ্রীর মোড় ইনসাব এর কার্যালয়ে সংগঠনের সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান ভুইয়া, শ্রম-পরিদর্শক আজহারুল ইসলাম ও হারুন অর রশিদ বক্তব্য রাখেন। এসময় শ্রমিকদের যন্ত্রপাতি সম্পর্কে ব্যক্তিগত সুরক্ষা, বিভিন্ন দিক নির্দেশনা ও উপদেশ মুলক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়। পরে ইনসাবের কয়েকজন শ্রমিককে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে অনুদান দেয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন