নওগাঁয় দুদকের অভিযানে ২২ লাখ ৮৭ হাজার টাকাসহ আটক ১

নওগাঁয় দুদকের অভিযানে ২২ লাখ ৮৭ হাজার টাকাসহ আটক - ১

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় সঞ্চয় অফিস থেকে সঞ্চয়ীদের আত্মসাৎকৃত ২ কোটি ৩৭ লাখ টাকার মধ্যে ২২ লক্ষ ৮৭ হাজার টাকা উদ্ধার করেছে দুদক। এই আত্মসাৎ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ঐ অফিসের উচ্চমান সহকারী হাসান আলী (৪৫) কে আটক করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন রাজশাহী’র সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানিয়েছেন জাতীয় সঞ্চয় অফিস/ব্যুরো নওগাঁ’র অফিস থেকে ৬২ জন সঞ্চয়ীর ২ কোটি ৩৭ লাখ টাকা লাপাত্তা হয়েছে মর্মে গত ১৫ জুন/ ১৯ তারিখে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক নাসির উদ্দিন।

নওগাঁয় দুদকের অভিযানে ২২ লাখ ৮৭ হাজার টাকাসহ আটক - ১
পরবর্তীতে মামলাটি দুর্নীতি দমন কমিশনে প্রেরিত হলে বিষয়টি’র তদন্ত শুরু করে দুদুক। প্রথম পর্যায়ে সঞ্চয় অফিসের অফিস সহায়ক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। তদন্তের এক পর্যায়ে উক্ত সাদ্দাম হোসেনকে রিমান্ডে এনে ব্যপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া স্বীকারোক্তি এবং গোপন সোর্সের মাধ্যমে দুদক সংবাদ পায় যে অফিসের উচ্চমান সহকারী হাসান আলী এই ঘটনার সাথে জড়িত আছে। এর প্রেক্ষিতে বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন নওগাঁয় সঞ্চয় অফিসের হাসান আলীকে আটক করে দিনব্যপী জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে ২২ লক্ষ ৮৭ হাজার টাকা উদ্ধার করেছে।

নওগাঁয় দুদকের অভিযানে ২২ লাখ ৮৭ হাজার টাকাসহ আটক - ১
গ্রেফতারকৃত হাসান আলী জেলার বদলগাছী উপজেলার পাথরাবাড়ী গ্রামের মো. তছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে। দুদকের অনুমান এই টাকাগুলো গ্রাহকের আত্মসাৎকৃত টাকার অংশ। বুধবার সন্ধ্যা অনুমান ৬টায় জাতীয় সঞ্চয় অফিস/ব্যুরো’র উচ্চমান সহকারী উক্ত হাসান আলীকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়। নওগাঁ সদর থানার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা হাজেত প্রেরন করেছে।।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget